গাজায় ‘বেসামরিক নাগরিক নেই’ মর্মে ভিডিও প্রকাশ করে ক্ষোভের মুখে ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i138670-গাজায়_বেসামরিক_নাগরিক_নেই’_মর্মে_ভিডিও_প্রকাশ_করে_ক্ষোভের_মুখে_ইসরাইল
অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘কোনো নিরপরাধ বেসামরিক নাগরিক নেই’ মর্মে একটি ভিডিও প্রকাশ করে বিশ্বব্যাপী তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১৬, ২০২৪ ০৯:৫০ Asia/Dhaka
  • দুই ফিলিস্তিনি শিশু
    দুই ফিলিস্তিনি শিশু

অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘কোনো নিরপরাধ বেসামরিক নাগরিক নেই’ মর্মে একটি ভিডিও প্রকাশ করে বিশ্বব্যাপী তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি এক্স অ্যাকাউন্টে ওই ভিডিও প্রকাশ করা হয়েছে।  ভিডিওটিতে দাবি করা হয়েছে, ইসরাইলের অভ্যন্তরে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় গাজার বহু বেসামরিক নাগরিক অংশ নিয়েছিল।

এতে আরো বলা হয়, গাজার বেসামরিক নাগরিকরা তাদের ঘরবাড়িতে ইসরাইলি পণবন্দিদের আটকে রেখেছে। ভিডিওটিতে এর তীব্র নিন্দা জানানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

৫১ সেকেন্ডের ভিডিওটিতে দৃশ্যত ৭ অক্টোবর হামাস পরিচালিত আল-আকসা তুফান অভিযানের কিছু দৃশ্যের পাশাপাশি হামাসের হাত থেকে মুক্তি পাওয়া পণবন্দি মায়া শেমের সাক্ষাৎকারের একটি অংশ জুড়ে দেয়া হয়েছে।

গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পাওয়ার পর ডিসেম্বরে দেয়া ওই সাক্ষাৎকারে ফরাসি-ইসরাইলি নারী মায়া দাবি করেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘কোনো নিরপরাধ বেসামরিক নাগরিক নেই।’

সামাজিক মাধ্যমে এক্সে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, গাজা উপত্যকায় অন্তত ৩৭,৩০০ বেসামরিক নাগরিককে নির্বিচারে হত্যা করার পক্ষে যুক্তি তুলে ধরার জন্য তেল আবিব এ ভিডিও প্রকাশ করেছে।

জার্মানির বার্লিন-ভিত্তিক যুদ্ধাপরাধ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওয়েআমো ফাউন্ডেশনের গবেষক মার্ক কার্সটেন বলেছেন, “এটি বিরক্তিকর। নৃশংস অপরাধীরা যে ভাষায় কথা বলে এখানে তাই বলা হয়েছে।”

তবে মায়া শেমের বক্তব্যটি আপত্তিকর প্রমাণিত হওয়ার পর তেল আবিব সরকার বা এক্স নিজেই ভিডিওটি সরিয়ে ফেলেছে। তবে এখনও একটি আর্কাইভ সাইটে ভিডিওটি দেখা যাচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান চালানোর এক সপ্তাহ পর ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও দাবি করেছিলেন, গাজায় কোনো নিরপরাধ বেসামরিক নাগরিক নেই। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।