একটি জাহাজ ডুবেছে আরেকটি ডুবে যাওয়ার উপক্রম হয়েছে: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i138674-একটি_জাহাজ_ডুবেছে_আরেকটি_ডুবে_যাওয়ার_উপক্রম_হয়েছে_ইয়েমেন
লোহিত সাগর ও এডেন সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় একটি জাহাজ ডুবে গেছে এবং আরেকটি ডুবি ডুবি করছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। এটি বলেছে, ইসরাইলি বন্দরে নোঙর করার ওপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা লঙ্ঘন করার কারণে জাহাজ দু’টিতে হামলা চালানো হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১৬, ২০২৪ ১০:৩৩ Asia/Dhaka
  • ইয়াহিয়া সারি’
    ইয়াহিয়া সারি’

লোহিত সাগর ও এডেন সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় একটি জাহাজ ডুবে গেছে এবং আরেকটি ডুবি ডুবি করছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। এটি বলেছে, ইসরাইলি বন্দরে নোঙর করার ওপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা লঙ্ঘন করার কারণে জাহাজ দু’টিতে হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি’ এ তথ্য জানিয়েছেন। তিনি শনিবার সানায় বলেন, এডেন সাগরে ‘ভারবেনা’ নামের একট জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এটি ডুবে গেছে।

সারি’ আরো জানান, এছাড়া, ‘টিউটর’ নামক আরেকটি জাহাজে কয়েকটি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একটি নৌড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটিও ডুবে যাবে।       

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।

জেনারেল সারি’ শনিবার আরো বলেন, “আমরা ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখার পরিণতির ব্যাপারে বিশ্বের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আবারও হুঁশিয়ার করে দিচ্ছি। কোনো কোম্পানির জাহাজ যেন ইসরাইলি কোনো বন্দরে যাওয়ার চেষ্টা না করে। কারণ, সেক্ষেত্রে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই জাহাজে হামলা চালাবে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬