জুন ১৭, ২০২৪ ১৫:৪৪ Asia/Dhaka
  • রুশ সেনা প্রত্যাহার করলে মস্কোর সঙ্গে আলোচনায় বসবে কিয়েভ: জেলেনস্কি

ইউক্রেন থেকে সকল রুশ সেনা প্রত্যাহার করা হলে মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসার প্রস্তুতি ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের অবসান চান না; তাই তাকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার জন্য সামরিক ও কূটনৈতিক উভয় পন্থা অবলম্বন করতে হবে।

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত কথিত ইউক্রেন শান্তি সম্মেলনে অংশ নিয়ে জেলেনস্কি এ মন্তব্য করেন। ইউক্রেন যুদ্ধের একটি পক্ষ হওয়া সত্ত্বেও ওই শান্তি সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।

জেলেনস্কি বলেন, ইউক্রেনকে যুদ্ধ জয়ের জন্য এতদিন পাশ্চাত্য যে সাহায্য দিয়েছে তা যথেষ্ট ছিল না ঠিকই কিন্তু এই সম্মেলন প্রমাণ করেছে, ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সাহায্য বন্ধ হবে না।

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত কথিত শান্তি সম্মেলন শেষে রোববার এক বিবৃতিতে ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানানো হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী বেশিরভাগ দেশ ওই বিবৃতিতে স্বাক্ষর করলেও ভারত, দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরব তাতে সই করেনি।  বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সুইজারল্যান্ড সম্মেলনে অংশগ্রহণ করে।

তবে রাশিয়ার পাশাপাশি মস্কোর সমর্থক চীনকেও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। সম্মেলনের সমাপনি বিবৃতিতে পুরো ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়।

তবে রাশিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া সুবিধাজনক অবস্থানে রয়েছে। কাজেই ইউক্রেন যদি গণভোটের মাধ্যমের রুশ ফেডারেশনে যুক্ত হওয়া অঞ্চলগুলি থেকে সেনা প্রত্যাহার করে তাহলেই কেবল কিয়েভের সঙ্গে শান্তি আলোচনায় বসতে পারে মস্কো। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৭

ট্যাগ