ইরান, বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত
https://parstoday.ir/bn/news/event-i138718
ইসলামি প্রজাতন্ত্র ইরান, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত শেষে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কোরবানি করেছেন। 
(last modified 2025-07-24T06:12:35+00:00 )
জুন ১৭, ২০২৪ ১৭:০৬ Asia/Dhaka
  • দিল্লি জামে মসজিদে ঈদুল আজহার নামায আদায়
    দিল্লি জামে মসজিদে ঈদুল আজহার নামায আদায়

ইসলামি প্রজাতন্ত্র ইরান, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত শেষে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কোরবানি করেছেন। 

আজ (সোমবার) সকালে ইরানের রাজধানী তেহরানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি। তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ওই জামায়াত অনুষ্ঠিত হয়। 

তেহরানে ঈদের জামাত

বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। আজ সোমবার সকাল সাড়ে ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন ইমাম প্রধান ঈদ জামাতের ইমামতি করেন। নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর দোয়া ও মোনাজাত করা হয়। পরে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান।

ভারতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিল্লির জামে মসজিদে। এতে অংশ নেন লাখো মুসল্লি। কেরালায় চন্দ্রশেখরন নায়ার স্টেডিয়ামেও দেখা যায় ঈদের বিশাল জামাত। এছাড়া, কলকাতার ঐতিহাসিক রেড রোডেও অনুষ্ঠিত হয় ঈদের জামাত। 

পাকিস্তানে ঈদের জামাত

করাচি-লাহোরসহ পাকিস্তানজুড়ে ঈদ পালন করেন লাখো মুসল্লি। সকালেই লাহোরের বাদশাহী মসজিদ ও করাচি মসজিদে ঈদের জামাতে অংশ নেন নানা বয়সী মানুষ।  

এদিকে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে স্থানীয় সময় আজ সকাল ৮টা ১৫ মিনিটে 'মসজিদ নেগারা'য় ঈদুল আজহার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিশ হাজারেরও বেশি মুসল্লিদের সাথে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ঈদ জামাতে গাজাবাসীর জন্য জন্য দোয়া করেন মুসল্লিরা। সেইসঙ্গে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা।

এর আগে, রোববার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, কুয়েত, কাতার, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, লেবানন, ওমান, ইরাক, মিসর ও লিবিয়ায় ঈদুল আজহা উদযাপিত হয়। এছাড়া ঈদ পালন করেন আমেরিকা, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার ধর্মপ্রাণ মুসলমানরা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭