সঙ্গে থাকবে বড় প্রতিনিধি দল
উত্তর কোরিয়া সফরে পুতিন, কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সম্ভাবনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সফরে যাচ্ছেন। এই সফরে দুই দেশের মধ্যে ‘কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ সইয়ের সম্ভাবনা রয়েছে।
ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন আজ (মঙ্গলবার) পিয়ং ইয়ং পৌঁছাবেন। এই সফরকে তিনি ‘রাষ্ট্রীয় বন্ধুত্বপূর্ণ’ সফর বলে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বড়সড় পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল থাকবে। এই প্রতিনিধি দলে থাকবেন রাশিয়ার পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং মহাকাশ বিষয়ক মন্ত্রীরা।
২০ বছরের বেশি সময় আগের প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়া সফর করেছেন। সে সময় তিনি উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং উনের বাবা কিম জং ইল এর সাথে বৈঠক করেছিলেন।
নয় মাস আগে উত্তর কেরিয়ার নেতা কিম জং উন রাশিয়া সফর করেছিলেন। সে সফরের পর থেকে দু দেশের মধ্যে অর্থনৈতিক, সামরিক এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা ব্যাপকভাবে বেড়েছে। গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা রাশিয়ার সঙ্গে তার দেশের বর্তমান সম্পর্কের উন্নয়নকে ‘অটুট সম্পর্ক’ বলে মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এসআইবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।