ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো আরো উন্নত নতুন ড্রোন; বাড়ছে শক্তি 
https://parstoday.ir/bn/news/event-i138778-ইরানের_নৌবাহিনীতে_যুক্ত_হলো_আরো_উন্নত_নতুন_ড্রোন_বাড়ছে_শক্তি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তার বাহিনীতে শিগগিরি নতুন সামরিক সরঞ্জাম যুক্ত হবে এবং বিশ্বের মহাসাগরগুলোতে কার্যকর উপস্থিতি এই বাহিনীর কাছে "অগ্রাধিকার" পাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৯, ২০২৪ ১৪:৩৩ Asia/Dhaka
  • শাহরাম ইরানি
    শাহরাম ইরানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তার বাহিনীতে শিগগিরি নতুন সামরিক সরঞ্জাম যুক্ত হবে এবং বিশ্বের মহাসাগরগুলোতে কার্যকর উপস্থিতি এই বাহিনীর কাছে "অগ্রাধিকার" পাচ্ছে।

শাহরাম ইরানি আজ (বুধবার) কেরমান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় সিরজান শহরে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। তিনি জানান, নৌবাহিনী অপারেশনাল ক্ষেত্রে "ভালো অগ্রগতি" অর্জন করেছে এবং সামনে আরো অনেক নতুন কিছু যুক্ত হবে যা বাহিনীর অগ্রগতি অব্যাহত রাখবে। 

কমান্ডার শাহরাম ইরানি উল্লেখ করেন, ইরানি নৌবাহিনী উন্নত ড্রোন অর্জন করেছে যা মধ্যপ্রাচ্যে তার বাহিনীর যুদ্ধ শক্তি বাড়িয়েছে। 

ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রকৌশলীরা সাম্প্রতিক বছরগুলোতে বিস্তৃত পরিসরে দেশীয় সরঞ্জাম তৈরিতে অসাধারণ সাফল্য অর্জন করেছেন যা সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। ইরানি কর্মকর্তারা বার বার বলছেন, তারা নিজেদের সামরিক শক্তিকে বাড়ানোর ক্ষেত্রে কোনো রকম দ্বিধা করবেন না।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।