অহেতুক বিলম্ব করার অভিযোগ
এফ-সিক্সটিন বিমানের পাইলটদের প্রশিক্ষণ নিয়ে হতাশ ইউক্রেন
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাইলটদের এফ-সিক্সটিন জঙ্গিবিমান চালনার প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়ে মার্কিন ভূমিকায় হতাশা প্রকাশ করেছে ইউক্রেন। দেশটির অস্ত্র ক্রয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান আলেকসান্দ্রা উস্তিনোভা এই হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, ইউক্রেনের পর্যাপ্ত সংখ্যক এফ-সিক্সটিন বিমানের পাইলট প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করার ব্যাপারে নিজেদের ব্যর্থতার ঢাকার জন্য আমেরিকা বাহুল্য অজুহাত দেখাচ্ছে।
আমেরিকা, বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে এবং হল্যান্ড এর আগে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ইউক্রেনকে মার্কিন নির্মিত ৬০টি জঙ্গিবিমান সরবরাহ করবে। এফ-সিক্সটিন জঙ্গিবিমান চালানোর জন্য কিয়েভের কিছু পাইলটকে আমেরিকা এবং ডেনমার্ক প্রশিক্ষণ দিচ্ছে। অন্যদিকে, রোমানিয়া দ্রুতই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করবে।
এ পর্যন্ত ইউক্রেনের আটজন পাইলটকে আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে এফ-সিক্সটিন চালানোর জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া ডেনমার্কে আরো ১২ জন পাইলটকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে যাদের প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শেষ হবে। সেই হিসেবে চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনের মাত্র ২০ জন পাইলটকে সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা সম্ভব হবে। ইউক্রেনের আরও বেশি সংখ্যক পাইলটকে দ্রুত প্রশ প্রশিক্ষণ দেয়ার জন্য ইউক্রেনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল কিন্তু আমেরিকা তা প্রত্যাখ্যান করেছে।
উস্তিনোভা অভিযোগ করেন, আমেরিকা ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচি বিলম্বিত করছে। এ ব্যাপারে আমেরিকার হাতে কোনো যুক্তি নেই বরং তারা বাহুল্য অজুহাত দেখাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/১৯