ইসরাইল অভিমুখী জাহাজ ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করল ইয়েমেন 
https://parstoday.ir/bn/news/event-i138810-ইসরাইল_অভিমুখী_জাহাজ_ডুবে_যাওয়ার_ভিডিও_প্রকাশ_করল_ইয়েমেন
ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইল অভিমুখী একটি জাহাজে তাদের ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ করেছে। জাহাজটি ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে লোহিত সাগর দিয়ে ইসরাইলের বন্দরে প্রবেশের চেষ্টা করছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২০, ২০২৪ ১২:১৫ Asia/Dhaka
  • ইসরাইল অভিমুখী জাহাজ ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করল ইয়েমেন 

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইল অভিমুখী একটি জাহাজে তাদের ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ করেছে। জাহাজটি ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে লোহিত সাগর দিয়ে ইসরাইলের বন্দরে প্রবেশের চেষ্টা করছিল।

টিউটর নামে গ্রিসের ইভ্যালেন্ট শিপিং কোম্পানির একটি জাহাজ এক সপ্তাহ আগে ইয়েমেনের সামরিক বাহিনীর ভয়াবহ হামলার শিকার হয়। ওই হামলা এবং ডুবে যাওয়ার ভিডিও গতকাল (বুধবার) প্রকাশ করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। 

ফুটেজে দেখা যায়, লোহিত সাগর দিয়ে ইসরাইলের দিকে যাওয়ার সময় দুটি ড্রোন-বোট জাহাজটিতে আঘাত করে। এর ফলে জাহাজটি ডুবে যায়। 

একইদিন ইয়েমেনের নৌবাহিনী ভারবেনা নামে আরেক জাহাজে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং ওই জাহাজটিও ডুবে যায়। 

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন শুরু করে। এর প্রতিবাদে এবং গাজার প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইল এবং ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাচ্ছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর দিয়ে ইসরাইলের জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৯