​​​​​​​‘লেবাননের সাথে যুদ্ধ-ভীতির মধ্যে গণ কবরের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল’ 
(last modified Fri, 21 Jun 2024 08:25:54 GMT )
জুন ২১, ২০২৪ ১৪:২৫ Asia/Dhaka
  • ​​​​​​​‘লেবাননের সাথে যুদ্ধ-ভীতির মধ্যে গণ কবরের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল’ 

ইহুদিবাদী ইসরাইলের একজন মন্ত্রী জানিয়েছেন, লেবাননের সাথে সম্ভাব্য যুদ্ধে ভয়াবহ রকমের ক্ষতি হতে পারে এবং এজন্য তারা গণ কবরের প্রস্তুতি নিচ্ছেন।

লেবাননের সাথে ইসরাইলের উত্তেজনা বেড়েই চলেছে এবং দুই পক্ষের মধ্যে যেকোনো সময় বড় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ইসরাইল এরইমধ্যে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর জন্য বর্বর সামরিক বাহিনীকে অনুমোদন দিয়েছে। সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে ইসরাইলের ধর্ম বিষয়ক মন্ত্রী মাইকেল ম্যালচিলি চ্যানেল ফোরটিনকে বুধবার বলেছেন, লেবাননের সাথে যুদ্ধে ব্যাপকভাবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এজন্য তার মন্ত্রণালয় যুদ্ধ সম্পর্কিত অনেকগুলো বিষয় নিয়ে ব্যস্ত সময় পার করছে।

গণ কবর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ম্যালচিলি নিশ্চিত করেন, তারা অনেক বেশি মৃত্যুর আশঙ্কা করছেন। তিনি বলেন, আমরা অফিসে দফায় দফায় বৈঠক করছি। উত্তরাঞ্চলে বড় কিছু ঘটতে পারে।

মঙ্গলবার ইসরাইলের পক্ষ থেকে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয়ার পর বুধবার হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরাইলের কোথাও কোনো নিরাপদ স্থান থাকবে না। তিনি আরো বলেন, ইসরাইলের বিরুদ্ধে জল, স্থল এবং আকাশ পথে হামলা করা হবে।

এদিকে, হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হলে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ঠিকমতো কাজ করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ