রাশিয়ায় সন্ত্রাসী হামলা, ১৩ পুলিশসহ অন্তত ১৬ জন নিহত
(last modified Mon, 24 Jun 2024 04:17:20 GMT )
জুন ২৪, ২০২৪ ১০:১৭ Asia/Dhaka
  • রাশিয়ায় সন্ত্রাসী হামলা, ১৩ পুলিশসহ অন্তত ১৬ জন নিহত

রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে ১৩ জন পুলিশ সদস্য এবং একজন অর্থডক্স খ্রিস্টান পাদ্রীসহ তিন বেসামরিক ব্যক্তি রয়েছে। হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে।

রুশ কর্তৃপক্ষ বলছে, দাগেস্তানের ডারবেন্ট (দারবান্দ) অঞ্চলে অবস্থিত দুটি গির্জা, একটি ইহুদি উপাসনালয় সিনাগগ এবং একটি পুলিশ ফাঁড়ির ওপর সন্ত্রাসীরা বন্দুক হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় এই হামলা হয়। 

দাগেস্তান প্রজাতন্ত্রের ডার্বেন্ট (দারবান্দ) অঞ্চলে ঐতিহ্যগতভাবে ইহুদি সম্প্রদায়ের বসবাস রয়েছে। 

হামলার পর সিনাগগে আগুন ধরে যায়। দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ বলেছেন, হামলাকারীদের মধ্যে ছয়জন নিহত হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, হামলাকারীরা "আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন" এর সদস্য।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ