শাহাদাৎপিয়াসী হামলায় ইসরাইলের এক পুলিশ কর্মকর্তা নিহত; আহত ৫
আজ দখলদার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় আশদোদ শহরের কাছে শাহাদাৎপিয়াসী অভিযানে একজন ইসরাইলি পুলিশ কর্মকর্তা নিহত ও পাঁচ জন আহত হয়েছে।
ইসরাইলি পত্রিকা 'টাইমস অব ইসরাইল' এ খবর জানিয়েছে।
বিভিন্ন সূত্র জানিয়েছে, দু'টি পৃথক স্থানে গুলির ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। শাহাদাৎপিয়াসী হামলাকারী ব্যক্তিকে দখলদার সেনারা গুলি করে হত্যা করেছে বলে একটি সূত্র জানিয়েছে।
নির্দয় ইসরাইলি খুনিদের বর্বরতার বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে ফিলিস্তিনিরা মাঝে মধ্যেই শাহাদাৎপিয়াসী হামলা চালাচ্ছে। গাজা ও লেবাননে ইসরাইলি বর্বরতা ক্রমেই বেড়ে চলায় এ ধরণের শাহাদাৎপিয়াসী হামলা আগের চেয়ে বেড়েছে।
মানবতাবিরোধী ইসরাইলি সেনারা এ পর্যন্ত গাজায় ৪২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। এর মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। এই বর্বরতা মোকাবেলায় ফিলিস্তিনিরা ও লেবাননিরা নানা উপায় বেছে নিচ্ছেন।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন