রাশিয়ার সম্পদ থেকে ১৫০ কোটি ডলারের অস্ত্র ইউক্রেনকে দেবে ইউরোপ
https://parstoday.ir/bn/news/event-i138988-রাশিয়ার_সম্পদ_থেকে_১৫০_কোটি_ডলারের_অস্ত্র_ইউক্রেনকে_দেবে_ইউরোপ
ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার আটক করা সম্পদের লাভ থেকে ইউক্রেনকে অস্ত্র কিনতে ১৫০ কোটি ডলার অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। সোমবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২৫, ২০২৪ ১৬:৪৯ Asia/Dhaka
  • জোসেপ বোরেল
    জোসেপ বোরেল

ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার আটক করা সম্পদের লাভ থেকে ইউক্রেনকে অস্ত্র কিনতে ১৫০ কোটি ডলার অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। সোমবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ৩০ হাজার কোটি ডলারের সম্পদ আটক করেছে যার মধ্যে ইউরোপীয় দেশগুলোতে রয়েছে ২৮ হাজার কোটি ডলারের সম্পদ।

বোরেল বলেন, ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার মূল সম্পদে হাত দেয়ার সিদ্ধান্ত নেননি। তারা শুধু ওই সম্পদের লাভ থেকে ইউক্রেনকে অস্ত্র কিনতে ১৫০ কোটি ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মাসেই এই অর্থ কিয়েভকে দেয়া হবে। এছাড়া বছর শেষে আরো ১১০ কোটি ডলার ইউক্রেনকে দেয়া হবে বলে বোরেল জানিয়েছেন।

ইইউর এই শীর্ষ কর্মকর্তা বলেন, ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য অস্ত্র কিনতে এই অর্থ ব্যয় হবে। সেইসঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পকে পৃষ্ঠপোষকতা দেয়ার কাজেও এই অর্থের একাংশ ব্যয় করা হবে।

রাশিয়ার অর্থ দিয়ে রাশিয়ার শত্রুকে সাহায্য করার এই পশ্চিমা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রাশিয়া এ ঘটনাকে ‘নির্লজ্জ ও বেআইনি অধিগ্রহণ’ বলে উল্লেখ করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তার দেশের সম্পদ আটক করে তার এই যথেচ্ছা ব্যবহারের মোকাবিলায় পাল্টা ব্যবস্থা নেয়ার জন্য রাশিয়ার হাতে যথেষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক হাতিয়ার রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।