লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরাইলকে পিঠ চাপড়াবেন না: এরদোগান 
(last modified Thu, 27 Jun 2024 06:54:50 GMT )
জুন ২৭, ২০২৪ ১২:৫৪ Asia/Dhaka
  • লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরাইলকে পিঠ চাপড়াবেন না: এরদোগান 

লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি অকুন্ঠ সমর্থন ব্যক্ত করা থেকে দূরে থাকার জন্য পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেছেন, এই ধরনের যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। 

এরদোগান গতকাল (বুধবার) বলেন, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন লেবাননের দিকে নজর রাখছেন এবং "আমরা দেখতে পাচ্ছি পর্দার আড়ালে থাকা পশ্চিমা শক্তিগুলো ইসরাইলকে পিঠ চাপড়াচ্ছে, এমনকি তাদের সমর্থন করছে।"

এরদোগান বলেন, নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করছেন এবং এই ধরনের পরিকল্পনা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। 

গত সোমবার নেতানিয়াহু বলেছেন, গাজায় এখন সবচেয়ে জটিল অভিযান পরিচালিত হচ্ছে এবং এরপর সেনাদেরকে উত্তর সীমান্তে মোতায়েন করা হবে। 

এর কয়েকদিন আগে ইসরাইলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। 

ইসরাইলের এই ঘোষণার পর হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদীরা জানে এ ধরনের যুদ্ধের পরিণতি কী এবং তাদের জন্য কী অপেক্ষা করছে। তিনি আরো বলেন, ইসরাইল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে ইসরাইলের ভেতরে কোনো নিরাপদ জায়গা থাকবে না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৭