ইসরাইল-বিরোধী প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী দুর্গ ইরান: সাইয়্যেদ নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i139068-ইসরাইল_বিরোধী_প্রতিরোধ_ফ্রন্টের_শক্তিশালী_দুর্গ_ইরান_সাইয়্যেদ_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইরানকে ‘প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী দুর্গ’ হিসেবে অভিহিত করে বলেছেন, ইরানের ইসলামি শাসনব্যবস্থা প্রতিরোধ ফ্রন্টের জন্য রোল মডেল হিসেবে কাজ করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৮, ২০২৪ ০৯:২৫ Asia/Dhaka
  • ইসরাইল-বিরোধী প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী দুর্গ ইরান: সাইয়্যেদ নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইরানকে ‘প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী দুর্গ’ হিসেবে অভিহিত করে বলেছেন, ইরানের ইসলামি শাসনব্যবস্থা প্রতিরোধ ফ্রন্টের জন্য রোল মডেল হিসেবে কাজ করছে।

গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শাহাদাতের ৪০তম দিবস উপলক্ষে বৃহস্পতিবার তেহরানে এক অনুষ্ঠানে বৈরুত থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে ভাষণ দেন সাইয়্যেদ নাসরুল্লাহ। এতে তিনি প্রেসিডেন্টের নিহত হওয়ার পরবর্তী পরিস্থিতি অত্যন্ত ধৈর্য ও বিচক্ষণতার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার জন্য তেহরানের প্রশংসা করেন।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এই দুঃখজনক ঘটনা থেকে গর্বিত ও প্রশংসনীয়ভাবে বেরিয়ে এসেছে এবং একটি উন্নত মডেল উপস্থাপন করেছে যা সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম।  

ইসলামি ইরান পশ্চিম এশিয়ার ভবিষ্যত নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে বলে প্রত্যয় জানিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইরান আধিপত্যকামী, অত্যাচারী, লুটেরা এবং উপনিবেশবাদী শক্তিগুলোর বিরুদ্ধে একটি শক্তিশালী দুর্গে পরিণত হয়েছে যেসব শক্তি এই অঞ্চলকে নৃশংসতা ও দমনপীড়নে আক্রান্ত করেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে হিজবুল্লাহ প্রআন বলেন, আয়াতুল্লাহ খামেনেয়ীর নেতৃত্বে ইরান সকল হুমকিকে সুযোগে পরিণত করেছে এবং চরম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সরকার প্রধানের মৃত্যু পরবর্তী পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয় তার অনুকরণীয় আদর্শে পরিণত হয়েছে।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইরানের শত্রুরা আশা করেছিল, প্রেসিডেন্টের মৃত্যুতে দেশজুড়ে ভয়ঙ্কর অসন্তোষ দেখা দেবে। কিন্তু তারা নিজেদের চোখে দেখেছে, দেশের প্রধান নির্বাহীর মৃত্যুর পর ইরানি জাতি কীভাবে ঐক্যবদ্ধ ছিল। তিনি এজন্য বিশেষভাবে ইরানি জনগণের প্রশংসা করেন।

গত মাসের মাঝামাঝি সময়ে ইরানের উত্তরাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ানের পাশাপাশি তাবরিজ শহরের জুমার নামাজের খতিব মোহাম্মাদ আলী আলে হাশেম, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং তাদের দেহরক্ষী ও নিরাপত্তা কর্মী এবং দুই পাইলট শাহাদাতবরণ করেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৮