‘ইসরাইলের গণহত্যা এবং বসতি বিস্তারের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসুন’
(last modified Mon, 01 Jul 2024 06:09:41 GMT )
জুলাই ০১, ২০২৪ ১২:০৯ Asia/Dhaka
  • ‘ইসরাইলের গণহত্যা এবং বসতি বিস্তারের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসুন’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা এবং অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি বিস্তারের বিরুদ্ধে আলোচনার জন্য আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। 

গতকাল (রোববার) ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফাকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান আরব লীগে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি মোহান্নাদ আকুলক।

তিনি বলেন, সম্ভাব্য এই বৈঠক আরব লীগের স্থায়ী প্রতিনিধি পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং সেখানে ইহুদিবাদীদের গণহত্যা এবং পশ্চিম তীরে বসতি স্থাপন বিস্তারের বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে আরব লীগের পক্ষ থেকে এই বৈঠকের ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার ইসরাইলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিস ঘোষণা করেন যে, সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া দেশগুলোর জন্য জেরুজালেম বা আল-কুদস শহরে পাঁচটি ফাড়ি নির্মাণ করা হবে। এ বিষয়ে দখলদার ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীর ও আল-কুদস শহর ইসরাইল অধিকৃত অঞ্চল এবং সেখানে ইহুদিবাদী ইসরাইলের যেকোনো স্থাপনা নির্মাণ অবৈধ বলে গণ্য হয়ে থাকে।#


পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ