হিজবুল্লাহকে ‘সন্ত্রাসবাদের কালো তালিকা’ থেকে বাদ দিল আরব লীগ
https://parstoday.ir/bn/news/event-i139134
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসবাদের কালো তালিকা’ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। এই লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি গতকাল (শনিবার) বলেছেন, “সদস্য রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে।”
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ৩০, ২০২৪ ০৯:২৪ Asia/Dhaka
  • হিজবুল্লাহকে ‘সন্ত্রাসবাদের কালো তালিকা’ থেকে বাদ দিল আরব লীগ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসবাদের কালো তালিকা’ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। এই লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি গতকাল (শনিবার) বলেছেন, “সদস্য রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে।”

একইসঙ্গে আরব লীগ হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

২০১৬ সালের মার্চ মাসে আরব লীগ হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করে বলেছিল, সংগঠনটি মধ্যপ্রাচ্যে ‘উগ্রবাদ ও সাম্প্রদায়িক বিভাজন’ ছড়াচ্ছে এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

কিন্তু লেবানন ও ইরাকের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর হিজবুল্লাহর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল আরব লীগ।

শুক্রবার লেবাননের গণমাধ্যমগুলো জানায়, হোসাম জাকি ওই দিন লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সংসদীয় ব্লকের প্রধান মুহাম্মাদ রা’দের সঙ্গে বৈঠক করেন। এটি ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে হিজবুল্লাহর সঙ্গে আরব লীগের প্রথম কোনো সরাসরি সাক্ষাৎ।

লেবাননের শিয়া মুসলমানদের প্রতিনিধিত্বকারী প্রধান দু’টি রাজনৈতিক দলের একটি হিজবুল্লাহ। ২০০০ ও ২০০৬ সালে দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে হিজবুল্লাহ। দু’টি যুদ্ধেই ইহুদিবাদী ইসরাইলকে পশ্চাদপসরণে বাধ্য করেছে সংগঠনটি।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৩০