২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৯০০’র বেশি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/event-i139228
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় রুশ সেনাদের হামলায় ইউক্রেনের ১৯৪০ জন সেনা নিহত হয়েছে। এর সাথে সাথে রাশিয়ার সেনারা ইউক্রেনের কাছ থেকে বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ০২, ২০২৪ ১৯:২৩ Asia/Dhaka
  • ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৯০০’র বেশি সেনা নিহত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় রুশ সেনাদের হামলায় ইউক্রেনের ১৯৪০ জন সেনা নিহত হয়েছে। এর সাথে সাথে রাশিয়ার সেনারা ইউক্রেনের কাছ থেকে বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে। 

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সেনাদলের সাথে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের ৪৭৫ জন সেনা প্রাণ হারিয়েছে। 

রাশিয়ার মধ্যাঞ্চলীয় সেনাদলের সাথে লড়াইয়ের সময় ইউক্রেনের ৪০৫ জন সেনা এবং রাশিয়ার পূর্বাঞ্চলীয় সেনাদলের সাথে লড়াইয়ে ১২০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সেনাদলের সাথে লড়াইয়ে ইউক্রেনের ৬২০ জন সেনা নিহত হয়েছে। 

এদিকে, খারকিভ অঞ্চলে রাশিয়ার উত্তরাঞ্চলীয় সেনাদের সাথে লড়াইয়ে ইউক্রেনের ৩২০ জন সেনা মারা গেছে। রাশিয়া ওই অঞ্চলে বড় ধরনের অভিযান পরিচালনা করে। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোকে রক্ষার জন্য বাফার জোন তৈরি করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২