আরবদের উচিত ইসরাইলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা: হুথি 
(last modified Fri, 05 Jul 2024 03:23:03 GMT )
জুলাই ০৫, ২০২৪ ০৯:২৩ Asia/Dhaka
  • আরবদের উচিত ইসরাইলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা: হুথি 

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, দখলদার ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধযজ্ঞ চালালেও আরব দেশগুলো বর্ণবাদী এই শক্তিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে না। 

তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা মূলত ইহুদিবাদী ইসরাইলের প্রতি কে বেশি অনুগত তা দেখানোর প্রতিযোগিতায় নেমেছেন। 

গতকাল (বৃহস্পতিবার) এক ভাষণে আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি এসব কথা বলেন। তিনি দাবি করেন, আরব দেশগুলোর সন্ত্রাসী তালিকায় ইসরাইলের নাম থাকতে হবে। 

আনসারুল্লাহ নেতা বলেন, আরব সরকারগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে, আরব লীগও সংগঠনটিকে একইভাবে দেখে কিন্তু এই সরকারগুলো ইহুদিবাদী শত্রুর ভয়ঙ্কর অপরাধ সত্ত্বেও তাদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে না।"

আবদুল মালিক আল-হুথি বলেন, গাজার প্রতি মনোযোগের অভাব হলো সবচেয়ে বিপজ্জনক সমস্যাগুলোর মধ্যে একটি যা ইসরাইল আরবদের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৫