সম্পর্ক জোরদারের আশাবাদ
পেজেশকিয়ানকে ফোন করলেন প্রেসিডেন্ট এরদোগান ও পুতিন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। প্রেসিডেন্ট পুতিনের সাথে আলাপে পেজেশকিয়ান দুই দেশের মধ্যকার সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং সম্পর্ক আরো বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পেজেশকিয়ান বলেন, শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির আমলে রাশিয়ার সাথে যে সমস্ত চুক্তি সই হয়েছে তা বাস্তবায়ন করবে নতুন প্রশাসন। তিনি বলেন, সাংহাই সহযোগিতা পরিষদ, ব্রিকস এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে বিশেষ করে তেহরান এবং মস্কোর মধ্যকার সহযোগিতা জোরদার করা গুরুত্বপূর্ণ।
পেজেশকিয়ান জানান, ইরান ও রাশিয়ার মধ্যে পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তির ব্যাপারে খসড়া চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই তা স্বাক্ষরের বিষয়ে তেহরান প্রস্তুত রয়েছে।
ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানান এবং সব ক্ষেত্রে তার জন্য সফলতা কামনা করেন।
ফোনালাপে দুপক্ষই চলতি বছরে ব্যক্তিগত যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হন। ইরান ও রাশিয়ার মধ্যে সৎ-প্রতিবেশী হিসেবে যে উচ্চমাত্রার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে তার প্রশংসা করেন দুই নেতা। পাশাপাশি বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার প্রস্তুতির কথাও জানান তারা।
এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানও গতকাল (সোমবার) মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইরান ও তুরস্ক গভীর সম্পর্ক রক্ষা করে চলেছে। মাসুদ পেজেশকিয়ানের শাসন আমলে দুই দেশ নানা ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদার করবে বলে তিনি আশা করেন। তুর্কি নেতাও পেজেশকিয়ানকে সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে সফলতার জন্য অভিনন্দন জানান।
ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯