আরব বিশ্বের সাথে গঠনমূলক আলোচনায় বসতে প্রস্তুত ইরান
(last modified Thu, 11 Jul 2024 05:18:23 GMT )
জুলাই ১১, ২০২৪ ১১:১৮ Asia/Dhaka
  • ডক্টর মাসুদ পেজেশকিয়ান
    ডক্টর মাসুদ পেজেশকিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের সাথে গঠনমূলক আলোচনায় বসার জন্য আরব বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আঞ্চলিক উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য এই ধরনের সংলাপ অপরিহার্য। 

গতকাল (বুধবার) প্রকাশিত এক নিবন্ধে মাসুদ পেজেশকিয়ান একথা বলেছেন। ‘শক্তিশালী ও উন্নত অঞ্চলের জন্য ঐক্য’ শীর্ষক নিবন্ধটি লন্ডন থেকে প্রকাশিত আল-আরাবি আল-জাদিদ পত্রিকায় ছাপা হয়েছে। 

এতে তিনি বলেন, “আমি আমার ভাই ও বোন এবং প্রতিবেশী দেশগুলোর সামনে কথা বলতে চাই যাতে আমরা একটি সংলাপের পথে আসতে পারি যার মাধ্যমে আঞ্চলিক দেশ ও সরকারগুলোর মধ্যে সহযোগিতা এবং ঐক্য জোরদার করা যায়।”

ডক্টর পেজেশকিয়ান শক্তিশালী আঞ্চলিক ভিত্তি গড়ে তোলার জন্য আঞ্চলিক দেশগুলোর প্রতি ‘শক্তির যুক্তি’র চেয়ে ‘যুক্তির শক্তি’র ওপর নির্ভর করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও সহযোগিতার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব; আর এজন্য প্রয়োজন গঠনমূলক ও লক্ষ্য-নির্ভর সংলাপ।

এই মন্তব্য কলামে ফিলিস্তিন প্রসঙ্গও টেনেছেন ডক্টর পেজেশকিয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব গণহত্যা এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অবসান ঘটাতে হবে।

বর্ণবাদী ইসরাইলের হাতে যে পরমাণু অস্ত্র রয়েছে তা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতার মূল উৎস বলে উল্লেখ করেন মাসুদ পেজেশকিয়ান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১১

ট্যাগ