“নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ২০২৬ সালের মধ্যে ইসরাইল 'অস্তিত্ব’ হারাতে পারে”
https://parstoday.ir/bn/news/event-i139628
ইহুদিবাদী ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী এবং বর্তমান বিরোধীদলীয় নেতা এভিগডোর লিবারম্যান বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু যদি ক্ষমতায় থাকেন তাহলে ২০২৬ সালের মধ্যে ইসরাইল তার অস্তিত্ব হারাতে পারে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১৫, ২০২৪ ১৪:১৩ Asia/Dhaka
  • “নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ২০২৬ সালের মধ্যে ইসরাইল 'অস্তিত্ব’ হারাতে পারে”

ইহুদিবাদী ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী এবং বর্তমান বিরোধীদলীয় নেতা এভিগডোর লিবারম্যান বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু যদি ক্ষমতায় থাকেন তাহলে ২০২৬ সালের মধ্যে ইসরাইল তার অস্তিত্ব হারাতে পারে। 

হিব্রু ভাষার দৈনিক পত্রিকা ‘মারিভ’কে দেয়া এক সাক্ষাৎকারে লিবারম্যান একথা বলেছেন। তিনি বলেন, ইসরাইলের অস্তিত্ব ধরে রাখতে নেতানিয়াহু অক্ষম এবং এ কারণে তিনি ইসরাইলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। লিবারম্যান আরো বলেন, প্রাথমিকভাবে নিজের ক্ষমতা রক্ষার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন নেতানিয়াহু অথচ ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে এ মুহূর্তে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত বহুমাত্রিক সংকটের মধ্যদিয়ে সময় পার করছে ইসরাইল যা তার অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে। 

সাক্ষাৎকারে লিবারম্যান ইহুদিবাদী ইসরাইলের রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, পুরো রাজনৈতিক ব্যবস্থা কয়েকটি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য পরিচালিত হচ্ছে।

গত কয়েকমাস ধরে যে যুদ্ধ চলছে তা ব্যবস্থাপনার ক্ষেত্রে নেতানিয়াহুর ভূমিকার সমালোচনা করেন লিবারম্যান। তিনি বলেন, ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযান ঠেকাতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু।

এর আগে লিবারম্যান মন্ত্রিসভার পদত্যাগ দাবি করে বলেছিলেন, ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিদায় ইসরাইলিদের জন্য পুরস্কার বলে বিবেচিত হবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৫