আল-আকসা মসজিদ অবমাননার নিন্দা জানালো সৌদি আরব
(last modified Fri, 19 Jul 2024 10:21:46 GMT )
জুলাই ১৯, ২০২৪ ১৬:২১ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদ অবমাননার নিন্দা জানালো সৌদি আরব

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের আল-আকসা মসজিদ অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছে, আল-আকসা মসজিদকে টার্গেট করে এক ইহুদিবাদী কর্মকর্তার হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার রাতে ওই অবমাননার নিন্দা জানিয়ে মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে।

একইসাথে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় নেসেটের বিরোধিতারও তীব্র নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য,ইহুদিবাদী পার্লামেন্ট নেসেটে গতকাল অধিবেশনের শেষদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি বিল অনুমোদন করেছে।

তার আগে ইহুদিবাদী নিরাপত্তামন্ত্রী ইতমার বিন গাভির গতকাল (বৃহস্পতিবার) সকালে আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করেছে। গাভির এক বিবৃতিতে প্রতিরোধ আন্দোলন হামাসকে হুমকিও দিয়েছে। গাভির বন্দী বিনিময় চুক্তির বিরোধিতা করে আরও বলেছে ওই চুক্তি শত্রুর কাছে আত্মসমর্পণ করার শামিল।

ফিলিস্তিনি মিডিয়াগুলো জানায়, বেন গাভির কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন করেছে। নিরাপত্তা বাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তার বৃত্তে ওই পবিত্র মসজিদে অনুপ্রবেশ করে গাভির এবং তারপর আল-আকসা মসজিদের আশেপাশের এলাকায় তালমুদিক আচার পালন করে।

এই ঘটনার পর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি বেন গাভিরের আল-আকসা মসজিদ অবমাননার নিন্দা জানায়। এই ঘটনাকে তারা মুসলিম জাতির পবিত্র স্থানগুলোকে ইহুদীকরণ এবং আধিপত্য বিস্তারে দখলদারিত্ব বৃদ্ধির ষড়যন্ত্রের লক্ষণ বলে মনে করে।#

পার্সটুডে/এনএম/১৯                      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ