ইসরাইল শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরাইলকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছেন। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করে ইহুদিবাদী ইসরাইলের পার্লামেন্ট নেসেটে নতুন করে যে বিল অনুমোদন করা হয়েছে ওই বিলের প্রতিক্রিয়ায় নাসের কানয়ানি চাফি এ মন্তব্য করেন।
বার্তা সংস্থা ইরনা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি চাফি'র এক্স সোশ্যাল নেটওয়ার্ক-সাবেক টুইটারে-দেওয়া একটি বার্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করে নেসেটের ওই বিল অনুমোদনের মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে যুদ্ধাপরাধী এবং শিশুহত্যাকারী ইসরাইলের প্রকৃত চেহারা ফুটে উঠছে। ৯ মাসেরও বেশি সময় ধরে ইসরাইলের সন্ত্রাসী সেনাবাহিনী ফিলিস্তিনিদের ওপর ক্রমাগত গণহত্যার মতো যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন: ইসরাইলের বর্ণবাদী শাসন বিশ্বকে দেখিয়েছে যে তারা কেবল ফিলিস্তিনি জাতির জন্যই হুমকি নয় বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও হুমকি।
কানয়ানি স্পষ্ট ভাষায় বলেন, ফিলিস্তিনের মুসলিম জনগণের অধিকার নিশ্চিত করতে এবং দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও বিধি প্রয়োগে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো নিষ্ক্রিয় রয়েছে। ওই নিষ্ক্রিয়তার সুযোগে ইসরাইল বর্বরতার মাত্রা বাড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার আদায় হওয়া পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল (বৃহস্পতিবার) ইহুদিবাদী শাসকগোষ্ঠীর এমপিরা সংখ্যাগরিষ্ঠ ভোটে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনার বিপক্ষে ভোট দিয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে তিনি মনে করেন।
এর আগে ফেব্রুয়ারি মাসেও নেসেট একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি বিল পাস করেছিল।#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।