'সেনা মোতায়েনের সিদ্ধান্ত যথেষ্ট উদ্বেগের'
আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না: জাতিসংঘ
বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা 'ইউএন হিউম্যান রাইটস'-এর কমিশনার ভলকার টুর্ক। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে তিনি এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
চলমান আন্দোলনে শতাধিক মানুষের মৃত্যু ও অসংখ্য আহত হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভলকার টুর্ক বলেন, ‘‘বাংলাদেশে চলতি সপ্তাহে যে হিংসার ঘটনা ঘটেছে, আমি তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বহু ছাত্রের মৃত্যু হয়েছে সহিংসতার কারণে। আহতের সংখ্যাও প্রচুর। বিশেষত, আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। এটি বিস্ময়কর।’’
ভলকারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘আন্দোলনকারী ছাত্রদের উপর কারা হামলা চালাল, তা খুঁজে বের করা প্রয়োজন। এর জন্য অবিলম্বে নিরপেক্ষ এবং সম্পূর্ণ তদন্ত প্রয়োজন। যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা দরকার।’’
তিনি সবপক্ষকে সংযত হবার আহ্বান জানান। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক আইন মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন।
সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রসঙ্গে ভলকার তুর্ক বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ সরকার সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা যথেষ্ট উদ্বেগের। সরকারের প্রতি তাঁর অনুরোধ, দেশের ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, শান্তিপূর্ণভাবে তাঁদের আন্দোলন করতে দেওয়া হোক এবং কোনও রকম হামলার আশঙ্কা ছাড়াই যাতে স্বাধীনতার অধিকার সুরক্ষিত হয়, তা যেন নিশ্চিত করে সরকার।"
বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয়ার সমালোচনা করে ভলকার বলেন, এই ঘটনা ‘অসমভাবে মতপ্রকাশের স্বাধীনতার অধিকারকে সীমিত করে, বিশেষ করে একটি সংকটময় পরিস্থিতিতে। তিনি অবিলম্বে ইন্টারনেট চালু করার দাবি জানিয়েছেন।#
পার্সটুডে/এমএআর/২০