শনিবার সহিংসতায় আরো অন্তত ৫ জন নিহত
(last modified Sat, 20 Jul 2024 14:08:22 GMT )
জুলাই ২০, ২০২৪ ২০:০৮ Asia/Dhaka
  • শনিবার সহিংসতায় আরো অন্তত ৫ জন নিহত

বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

নিহত ৪ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই চারজনের মরদেহ যাত্রাবাড়ী এলাকা থেকে এসেছে বলে মেডিকেল সূত্রগুলো বিবিসি বাংলাকে জানিয়েছে।

আজ (শনিবার) কারফিউ এর মধ্যেই যাত্রাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তাছাড়া আজ দুপুরে সাভারে সহিংসতায় একজন মারা গেছে বলে জানা গেছে। ওই ঘটনায় অন্তত ২০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা

এদিকে, দেশের বর্তমান পরিস্থিতির কারণে রোববার ও সোমবার নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে শনিবার (২০ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সময়, সরকারি, আধা-সরকারি, বেসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।

কখন ফিরবে ইন্টারনেট সংযোগ কেউ জানে না

বাংলাদেশের মানুষ ৪৫ ঘন্টার বেশি সময় ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকলেও কখন পুনরায় এই সেবা পাওয়া যাবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না। দেশটিতে সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। ঢাকার মহাখালীর বিটিআরসি ভবনে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার ও সঞ্চালন লাইন পুনঃসংযোগ ও মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০

ট্যাগ