আঞ্চলিক উন্নয়ন নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে আরাকচির টেলিফোনালাপ
-
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে আরাকচির টেলিফোনালাপ
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন টেলিফোনে আলাপ করেছেন।
টেলিফোনে আলাপের মূল বিষয় ছিল মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনায় সমবেদনা জানানো। তার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়েও তাঁদের মধ্যে আলোচনা এবং মতবিনিময় হয়।
ইহুদিবাদী ইসরাইলের অপরাধ বিশেষ করে ফিলিস্তিনি জনগণকে পানি ও খাদ্য থেকে বঞ্চিত করার তীব্র নিন্দা জানিয়ে আরাকচি ইসলামী দেশগুলোর তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এছাড়া গাজায় গণহত্যা বন্ধ করতে ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক ডাকার বিষয়েও কথা বলেছেন তাঁরা।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ইসরাইলি অপরাধ অব্যাহত রাখার নিন্দা জানান এবং ফিলিস্তিনের নির্যাতিত জনগণের সমর্থনে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।