গত ৩৩ মাসে ইরানের অস্ত্র ও সামরিক সেবা রপ্তানি বেড়েছে তিন গুণ
(last modified Tue, 23 Jul 2024 07:08:11 GMT )
জুলাই ২৩, ২০২৪ ১৩:০৮ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি
    ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি

ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি ঘোষণা করেছেন যে ইরানের সামরিক পণ্য ও পরিসেবা রপ্তানি গত ৩৩ মাসে তিনগুণ বেড়েছে।

রবিবার মন্ত্রিসভার এক অধিবেশনে বক্তৃতাকালে আশতিয়ানি শহীদ রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অর্জনের কথা তুলে ধরতে গিয়ে এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন যে ইরানের সশস্ত্র বাহিনীর অস্ত্র, প্রতিরক্ষা সরঞ্জাম এবং পরিসেবাগুলির উৎপাদন আড়াই গুণ বেড়েছে।

ইরানও এখন অস্ত্র রপ্তানির এমন একটি বাজারে প্রবেশ করেছে যা কয়েক দশক ধরে কেবল পশ্চিমা দেশগুলির জন্য সংরক্ষিত ছিল।

ইসলামী ইরান পাশ্চাত্যের নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক শিল্পে বিশেষ করে ড্রোন, ক্ষেপণাস্ত্র, কৃত্রিম উপগ্রহ ও জাহাজ-নির্মাণ শিল্পে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। #

পার্সটুডে/এমএএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ