খান ইউনুস থেকে দেড় লাখ ফিলিস্তিনি চলে যেতে বাধ্য হয়েছেন: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/event-i139890-খান_ইউনুস_থেকে_দেড়_লাখ_ফিলিস্তিনি_চলে_যেতে_বাধ্য_হয়েছেন_জাতিসংঘ
জাতিসংঘের দুটি সংস্থা জানিয়েছে, সোমবার থেকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে প্রায় দেড় লাখ মানুষ অন্যত্র চলে গেছে। ইহুদিবাদী ইসরাইলি শাসক গোষ্ঠী অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত হামলা অব্যাহত রাখায় এসব ফিলিস্তিনি চলে যেতে বাধ্য হচ্ছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৪, ২০২৪ ১৭:৪৯ Asia/Dhaka
  • খান ইউনুস থেকে দেড় লাখ ফিলিস্তিনি চলে যেতে বাধ্য হয়েছেন: জাতিসংঘ

জাতিসংঘের দুটি সংস্থা জানিয়েছে, সোমবার থেকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে প্রায় দেড় লাখ মানুষ অন্যত্র চলে গেছে। ইহুদিবাদী ইসরাইলি শাসক গোষ্ঠী অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত হামলা অব্যাহত রাখায় এসব ফিলিস্তিনি চলে যেতে বাধ্য হচ্ছেন।

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) থেকে লুইস ওয়াটারিজ আজ (বুধবার) বলেছেন যে ইসরাইল সর্বশেষ উচ্ছেদের আদেশ ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনিরা শহর ছেড়ে পালিয়েছে।

ওয়াটারিজ বলেন 'গাজা উপত্যকার ৮০ ভাগের বেশি এলাকায় উচ্ছেদের আদেশ দেওয়া হয়েছে বা ইসরায়েলি সামরিক বাহিনী নো-গো জোন হিসাবে মনোনীত করেছে।' জাতিসঙ্ঘের কর্মকর্তা বলেন, লোকজন দেইর আল-বালাহ এবং পশ্চিম খান ইউনিসে চলে যাচ্ছে যেগুলো ইতিমধ্যেই 'অত্যন্ত জনবহুল' এলাকা। 

ওয়াটারিজ আরো বলেন, সেখানে এখন সীমিত আশ্রয় এবং সীমিত পরিষেবা রয়েছে। এরইমধ্যেই যারা সেখানে গিয়েছেন তাদের প্রয়োজন মেটাতেই গাজা কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।  

অন্যদিকে, মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে  যে  গাজায় লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করে এটি বলা যায় যে প্রায় দেড় লাখ মানুষ খান ইউনিস থেকে পালিয়ে গেছে।#

পার্সটুডে/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।