জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নেবেনজিয়ার বক্তব্য
ইঙ্গো-মার্কিন হামলায় উল্টো ইয়েমেন আরো শক্তিশালী হয়েছে: রাশিয়া
রাশিয়া বলেছে, আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের বিভিন্ন স্থানে ব্যাপকভিত্তিক হামলা চালিয়েও দেশটির নৌ শক্তির কোনো ক্ষতি করতে পারেনি বরং পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরাইলবিরোধী হামলা চালানোর ক্ষেত্রে ইয়েমেন আরো শক্তিশালী হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘর সদরদপ্তরে নিরাপত্তা পরিষদের ইয়েমেন বিষয়ক এক বেঠকে এ মন্তব্য করেন।
তিনি বলেন, পরিস্থিতি শান্ত করার পরিবর্তে কিছু দেশ আগুনে ঘি ঢালছে এবং বলপ্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। ইঙ্গো-মার্কিন হামলায় ইয়েমেনের তেমন কোনো ক্ষতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না বরং উল্টো লোহিত সাগরে ইয়েমেনের নৌবাহিনীর হামলা জোরদার হতে দেখা যাচ্ছে।
নেবেনজিয়া বলেন, ইয়েমেন পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ এবং দেশটি ইঙ্গো-মার্কিন আগ্রাসনের শিকার হওয়া সত্ত্বেও সম্প্রতি ইসরাইলের রাজধানী তেল আবিবে হামলা চালাতে সক্ষম হয়েছে। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, আমেরিকা ও ব্রিটেন ছয় মাস ধরে আগ্রাসন চালিয়েও ইয়েমেনের কোনো ক্ষতি করতে পারেনি বরং উল্টো প্রতিরোধকামী দেশটির সামরিক শক্তি আরো বেড়ে গেছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী। আমেরিকা ও ব্রিটেন ইসরাইলের সমর্থনে ইয়েমেনে বিমান হামলা শুরু করার পর থেকে হুথি যোদ্ধারা তাদের হামলার লক্ষ্যবস্তুতে ব্রিটিশ ও মার্কিন জাহাজগুলোকে যুক্ত করেছে। #
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।