সিরিয়া নিয়ে ইসরাইলের দিকে আঙ্গুল তুলল রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i145754-সিরিয়া_নিয়ে_ইসরাইলের_দিকে_আঙ্গুল_তুলল_রাশিয়া
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের বেআইনি কর্মকাণ্ড আরব এই দেশটির ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এ অঞ্চলে মানবিক সংকট সৃষ্টি করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৯, ২০২৫ ০৯:৪০ Asia/Dhaka
  • সিরিয়া নিয়ে ইসরাইলের দিকে আঙ্গুল তুলল রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের বেআইনি কর্মকাণ্ড আরব এই দেশটির ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এ অঞ্চলে মানবিক সংকট সৃষ্টি করছে।

গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন ভ্যাসিলি নেবেনজিয়া। গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরাইল সিরিয়ার ওপর ব্যাপকভাবে বিমান হামলা শুরু করে। এছাড়া, গোলান মালভূমির কাছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাফার জোন দখল করে নেয়।

গতকালের বৈঠকে নেবেনজিয়া বলেন, বাশার আসাদের পতনের পর ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার মোট ৫০০ বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করে নিয়েছে। ইসরাইলের কর্মকাণ্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে পাস হওয়া বিভিন্ন প্রস্তাবসহ আন্তর্জাতিক সিদ্ধান্তের মারাত্মক লঙ্ঘন। সেখানকার সাম্প্রতিক ঘটনাবলী সততার সাথে মূল্যায়ন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ভ্যাসিলি নেবেনজিয়া। 

তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরাইলের চলমান সামরিক অভিযান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার জন্য মারাত্মক হুমকি। ইসরাইল তার সামরিক পদক্ষেপের ফলাফলকে "সফলতা" হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন রুশ রাষ্ট্রদূত।

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন