হামবুর্গ ইসলামিক সেন্টার বন্ধ করে দিল বার্লিন
যে কারণে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
জার্মান সরকার দেশটির হামবুর্গ শহরের ইসলামিক সেন্টার বন্ধ করে দেয়ায় তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বার্লিন সরকার ‘মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থি বৈরী পদক্ষেপ’ গ্রহণ করেছে বলেও অভিযোগ করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক বুধবার তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্স-উডো মুজেলকে তলব করেন। এ সময় তিনি হামবুর্গের ইসলামিক সেন্টার বন্ধ করে দেয়ার তীব্র প্রতিবাদ জানান।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবারই এক ঘোষণায় জানায়, বার্লিন হামবুর্গের ইসলামিক সেন্টারের পাশাপাশি দেশটির বিভিন্ন স্থানে তৎপর এই সেন্টারের সংশ্লিষ্ট কেন্দ্রগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘোষণায় ওই সেন্টারকে ‘সংবিধানবিরোধী তৎপরতায় উস্কানি দেয়া একটি উগ্রপন্থি ইসলামি সংস্থা’ হিসেবে অভিহিত করা হয়েছে।
হামবুর্গের ইসলামিক সেন্টারকে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সমর্থন দেয়ার দায়ে অভিযুক্ত করা হয়েছে। বার্লিন এর আগে হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী’ খেতাব দিয়েছে। হামবুর্গের ইসলামিক সেন্টারের বিরুদ্ধে ‘আক্রমণাত্মক ইহুদি বিদ্বেষী’ প্রচারণা চালানো এবং ‘স্বৈরাচারী ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা’র পক্ষে জনমত তৈরি করার অভিযোগ আনা হয়েছে।
ওই নিষেধাজ্ঞার আওতায় জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির চারটি শিয়া মসজিদ বন্ধ করে দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে। এসব মসজিদের মধ্যে জার্মানির অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে খ্যাত হামবুর্গের ব্লু মস্কও রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জার্মান সরকারের এসব পদক্ষেপের প্রতি ইঙ্গিত করে জার্মান রাষ্ট্রদূতকে বলেন, জার্মানিতে আজ যা ঘটেছে তা ইসলামবিদ্বেষ ছড়িয়ে দেয়ার একটি জলজ্যান্ত উদাহরণ। জার্মানির মুসলমানদের পাশাপাশি বিশ্বের মুক্তচিন্তার অধিকারী মানুষেরা জার্মান সরকারের এই পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেবে বলে মহাপরিচালক আশা প্রকাশ করেন। #
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।