ইসরাইলের প্রাণকেন্দ্রে ধারণ করা তৃতীয় ভিডিও ফুটেজ প্রকাশ করলো হিজবুল্লাহ
আজ তৃতীয় ভিডিওটি প্রকাশ করলো লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এই ভিডিওতে রয়েছে ইসরাইলের একেবারে প্রাণকেন্দ্রের বিস্তারিত এবং আকর্ষণীয় অসংখ্য চিত্র।
হিজবুল্লাহর সামরিক ইউনিটের গণমাধ্যম বিভাগ ওই ভিডিওটি প্রকাশ করেছে। 'হুপো যা নিয়ে ফিরে এসেছে'-এই শিরোনামে সিরিজ ভিডিও প্রকাশ করে যাচ্ছে হিজবুল্লাহর সামরিক ইউনিট। ওই সিরিজেরই তৃতীয় ভিডিওটি প্রকাশ করলো আজ। গতকালও (২৪ জুলাই,২০২৪) হিজবুল্লাহ তাদের হুপো সার্ভেইলেন্স ড্রোনের সাহায্যে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছিল। এই ভিডিওটিতে ইসরাইলের পুরো রামাত ডেভিড বিমান ঘাঁটির বিস্তারিত ফুটেজ দেখানো হয়েছে। ইসরাইলের জটিল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হিজবুল্লাহর হুপো ড্রোন এসব ভিডিও ধারণ করে তাক লাগিয়ে দিয়েছে।
রামাত ডেভিড বিমান ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে ৪৬ কিলোমিটার (২৮ মাইল) দূরে অবস্থিত। এই ঘাঁটিটি ইসরাইলের উত্তর অংশে অবস্থিত তাদের একমাত্র সামরিক বিমানঘাঁটি।
ভিডিওটিতে বিমানঘাঁটির যুদ্ধবিমান এবং হেলিকপ্টার গানশিপের পাশাপাশি এর কমান্ড বিল্ডিং এবং কর্মকর্তাদের দেখানো হয়েছে। ফুটেজে আরও দেখানো হয়েছে গোলাবারুদের গুদামসহ ইসরাইলের মহা গর্বের আয়রন ডোম মিসাইল সিস্টেমের ফ্ল্যাটফর্ম।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।