নিষেধাজ্ঞা সত্ত্বেও সব অঙ্গনে ইরানের সাফল্যের জন্য মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর প্রশংসা
পার্সটুডে-মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী তার দেশের সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার বিস্তার ও তা আরো জোরদার করার জন্য তার দেশের প্রস্তুতির কথা জানিয়েছেন।
মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী জাম্বারি আব্দুল কাদির কুয়ালালামপুরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ওয়ালিউল্লাহ মোহাম্মদীর সাথে এক বৈঠকে ইরানের সাথে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার উন্নয়নে তার দেশের প্রস্তুতির কথা জানান। পার্স টুডের রিপোর্টে বলা হয়েছে, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী এই বৈঠকে গত বছর ইরানে তার সফরের কথা উল্লেখ করে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন উৎপাদন, শিল্প, শিক্ষা এবং কৃষিখাতে ইরানী গবেষক ও বিজ্ঞানীদের সাফল্যের প্রশংসা করেন।
বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ওয়ালিউল্লাহ মোহাম্মদী বলেন: "উচ্চশিক্ষায় সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা স্মারক দুদেশের ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার বিস্তারে একটি উপযুক্ত প্ল্যাটফর্ম হিসাবে বিবেচিত হবে।"
এই বৈঠকে মোহাম্মদী আশা প্রকাশ করেন যে, দুই দেশের দায়িত্বশীল কর্মকর্তাদের আন্তরিকতা ও গুরুত্বারোপের কারণে ইরান ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা অতীতের তুলনায় আরো অগ্রগতি লাভ করবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের বিনিময়কে স্বাগত জানান।
এই বৈঠকে, মালয়েশিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা চলতি মাসে তেহরানে শিক্ষাখাতে অর্জন বিষয়ক একটি বড় প্রদর্শনীর আয়োজনকে ইরানের উচ্চশিক্ষার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার একটি ভাল সুযোগ হিসাবে উপস্থাপন করেন। তিনি মালয়েশিয়াকে এই প্রদর্শনী দেখার আমন্ত্রণ জানিয়েছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।