আমন্ত্রণ পেল ইরানে নির্মিত ভিডিও আর্ট ‘মেরকাবা’
(last modified Tue, 30 Jul 2024 04:16:22 GMT )
জুলাই ৩০, ২০২৪ ১০:১৬ Asia/Dhaka
  • আমন্ত্রণ পেল ইরানে নির্মিত ভিডিও আর্ট ‘মেরকাবা’

পার্সটুডে- ইতালিতে অনুষ্ঠিত বার্ষিক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ‘ভাস্তো’য় এবার আমন্ত্রণ পেয়েছে ইরানে নির্মিত ভিডিও আর্ট ‘মেরকাবা’। ভিডিওটির নির্মাতা মোহাম্মাদ আলী ফামোরি তার শিল্পকর্ম নিয়ে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইতালিতে অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠান ‘ভাস্তো’ দেশটির প্রাচীনতম ইভেন্টগুলির একটি যা শিল্পের ক্রমবিকাশ এবং এর শিক্ষা সম্প্রসারিত করার লক্ষ্যে প্রতিবছর অনুষ্ঠিত হয়। পার্সটুডে ফার্সি জানিয়েছে, এই প্রদর্শনী ও বার্ষিক পুরস্কারের পরিচালক অ্যান্টোনিও জিমারিনো এই সমসাময়িক শিল্প অনুষ্ঠানে সারাবিশ্ব থেকে যে ১২ শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের মধ্যে ইরানি শিল্পী মোহাম্মদ আলী ফামোরি রয়েছেন।

এই বার্ষিক পুরষ্কার ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন, লুসিলা ক্যানডেলোরো, ব্রুনো স্কোবেলি, মালি ডার্কি, পাওলো দেলালচে, জিয়ান্নি দেশি, মারিলো স্ট্যাসিও, মোহাম্মদ আলী ফামোরি, আন্দ্রেয়া এ. ফোগলি, এলিসা গারাফা, উগো গিলটা, ইগনাসিও লামাস এবং জিউসেপ সালভাতোরি।

মোহাম্মদ আলী ফামোরি তার ভিডিও আর্ট মেরকাবা সম্পর্কে বলেছেন: মেরকাবা ভিডিও আর্টে একটি বিমূর্ত পরিবেশে বিশ্বজগত সৃষ্টির প্রথম ছয় দিনকে চিত্রিত করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ