আল-জাজিরার রিপোর্ট
গাজায় আরো ২ সাংবাদিককে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় আল-জাজিরা নিউজ নেটওয়ার্কের আরো দুই সাংবাদিক শহীদ হয়েছেন। গাজার পশ্চিম এলাকায় বিমান হামলায় এই দুই সাংবাদিকের গাড়ি উড়ে যায় এবং তারা শহীদ হন।
দোহাভিত্তিক আল-জাজিরার কার্যালয় থেকে গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলা হয়েছে, আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের আরবি বিভাগের রিপোর্টার ইসমাইল গুল এবং তার সহকর্মী ক্যামেরাম্যান রামি আল-রিফি হামলার শিকার হন। আল-জাজিরা এই হত্যাকাণ্ডকে ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর ‘টার্গেটেড অ্যাসাসিনেশন’ বলে উল্লেখ করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে বলে আল-জাজিরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ফিলিস্তিনের সাংবাদিকদের ওপর এই পরিকল্পিত ঘৃণ্য হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করছি। আমরা আন্তর্জাতিক সমাজ এবং মিডিয়া গ্রুপকে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করার জন্য ইহুদিবাদী ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানাই।”
গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত ১৬৫ জন সাংবাদিক শহীদ হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এই তথ্য জানিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`