হানিয়ার হত্যাকাণ্ড অগ্রহণযোগ্য: রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ
(last modified Fri, 02 Aug 2024 09:29:05 GMT )
আগস্ট ০২, ২০২৪ ১৫:২৯ Asia/Dhaka
  • হানিয়ার হত্যাকাণ্ড অগ্রহণযোগ্য: রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিন্দা জানিয়ে একে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই হত্যাকাণ্ডের পরিণতি ভয়াবহ হবে।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানির সাথে টেলিফোন আলাপে এসব কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। দুই পক্ষই হামাস নেতার গুপ্তহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। দুই মন্ত্রী বলেন, হামাস নেতার শাহাদাতের ঘটনায় মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে এবং ইসরাইল-ফিলিস্তিন চলমান সংঘাতের মারাত্মক বিস্তারের আশঙ্কা রয়েছে। 

দুই শীর্ষ কূটনীতিক উল্লেখ করেন যে, এই উস্কানিমূলক পদক্ষেপের কারিগরেরা এমন গুপ্তহত্যার মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা প্রক্রিয়া বন্ধ করতে চেয়েছে। তারা জোর দিয়ে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোকে ব্যর্থ করে দেয়ার জন্য সমস্ত ইসরাইলি পদক্ষেপের সাথে মার্কিন সরকার সামরিকভাবে জড়িত। এ কারণে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা বিস্মৃত হয়েছে।

মধ্যপ্রাচ্য এবং গাজা পরিস্থিতির আরো অবনতি হতে পারে এবং মধ্যপ্রাচ্য ব্যাপকভাবে অস্থিতিশীলতা ও জান-মাল ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে -এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ল্যাভরভ সব পক্ষকে আহ্বান জানান। 

গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তেহরানে ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হন। তার হত্যাকাণ্ডের ষড়যন্ত্র সম্পর্কে এখনো বিস্তারিত জানা না গেলেও প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদন সাপেক্ষে ইহুদিবাদী ইসরাইল এই বর্বরতা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২

ট্যাগ