হোয়াইট হাউজের মন্তব্য
ইরান এরইমধ্যে ইসরাইলের ওপর বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা প্রমাণ করেছে
ইহুদিবাদী ইসরাইলের ওপর হামলা চালানোর ব্যাপারে ইরানের সক্ষমতা সম্পর্কে সতর্ক করেছে আমেরিকা। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কারবি গতকাল (বৃহস্পতিবার) মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসি-কে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।
তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান এরইমধ্যে প্রমাণ করেছে যে, তারা ইসরাইলের ওপর বড় ধরনের হামলা চালাতে সক্ষম এবং তারা এ ধরনের হামলা গত ১৩ এপ্রিল চালিয়েছি। তারা আবারো ইসরাইলের ওপর হামলা চালাতে ইচ্ছুক।”
১৩ এপ্রিল ইরান ইসরাইলি বর্বরতার জবাব হিসেবে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত ভূখণ্ডে সরাসরি হামলা চালায়। এটি ইতিহাসে ইসরাইলের বিরুদ্ধে ইরানের প্রথম প্রকাশ্য হামলা।
রাজধানী তেহরানে অবস্থানকালে ইসমাইল হানিয়ার ওপর গুপ্তহত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। এ সম্পর্কে জন কারবি বলেন, “ইরানের সর্বোচ্চ নেতার হুমকিকে আমাদের অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে।”
তিনি বলেন, “আমাদের এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সব ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছি।”
ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ব্যাপারে শুধুমাত্র ইরানই হুমকি দেয়নি বরং কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার বদলা নেয়ার বিষয়ে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে। পাশাপাশি ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২