জাতিসংঘ মহাসচিবকে বাকেরি
‘অপরাধী ইসরাইলকে শাস্তি দেবে ইরান’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যার বদলা নেয়া এবং আত্মরক্ষমূলক পদক্ষেপ নেয়ার সহজাত অধিকার ইরানের রয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) ফোনালাপের সময় একথা বলেছেন আলী বাকেরি কানি। তিনি বলেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করে ইহুদিবাদী ইসরাইল শুধুমাত্র ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি বরং তারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপদাপন্ন করে তুলেছে। এ অবস্থায় ইরান তার আত্মরক্ষা ও ইহুদিবাদী ইসরাইলকে শাস্তি দেয়ার জন্য পাল্টা পদক্ষেপ নেয়ার অধিকার ত্যাগ করবে না।
বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের কথা উল্লেখ করে ইরানি পররাষ্ট্রী বলেন, আমেরিকা ও ইউরোপের দেশগুলো ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার বিরুদ্ধে নিন্দা জানাতে বাধা দিয়েছে। আলী বাকেরি কানি সতর্ক করে বলেন, আগ্রাসী ইসরাইল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে। ফলে অপরাধী ইসরাইলকে থামাতে তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
ফোনালাপে জাতিসংঘ মহাসচিব বলেন, ইসরাইল একইদিনে লেবাননের রাজধানী বৈরুতে এবং ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে, তার নিন্দা জানিয়েছেন তিনি। একই সাথে তিনি স্বীকার করেন, আন্তর্জাতিক আইন অনুসারে ইরানের আত্মরক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের জবাব দেয়ার অধিকার আছে। তবে এই ধরনের পদক্ষেপের ফলে ইসরাইল-লেবানন সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২