ইসরাইলি গুণ্ডাদলকে শাস্তি দেয়ার অধিকার ইরানের আছে: বোরেলকে বাকেরি 
https://parstoday.ir/bn/news/event-i140208-ইসরাইলি_গুণ্ডাদলকে_শাস্তি_দেয়ার_অধিকার_ইরানের_আছে_বোরেলকে_বাকেরি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি আবারো জোর দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের অপরাধী গুণ্ডাদলকে শাস্তি দেয়ার সহজাত অধিকার ইরানের আছে এবং তেহরান অবশ্যই সেই অধিকার ব্যবহার করবে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৩, ২০২৪ ১০:৪৪ Asia/Dhaka
  • ইসরাইলি গুণ্ডাদলকে শাস্তি দেয়ার অধিকার ইরানের আছে: বোরেলকে বাকেরি 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি আবারো জোর দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের অপরাধী গুণ্ডাদলকে শাস্তি দেয়ার সহজাত অধিকার ইরানের আছে এবং তেহরান অবশ্যই সেই অধিকার ব্যবহার করবে। 

গতকাল (শুক্রবার) ইউরোপীয় ইউনিয়নের পররারাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলেরে সঙ্গে টেলিফোন আলাপে একথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে। 

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার ওপর ইসরাইলের সন্ত্রাসী হামলা ও শাহাদাতের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব পাসের বিরুদ্ধে আমেরিকার সাথে ইউরোপীয় দেশগুলোর জোট বাধার সমালোচনা করেন আলী বাকেরি কানি। তিনি বলেন, এই দেশগুলোর ইসরাইলপন্থি অবস্থান এবং ইয়েমেন ও লেবাননে ইসরাইলের যুদ্ধংদেহী তৎপরতা বাড়ানোর ব্যাপারে পশ্চিমাদের নীরবতার কারণে তেল আবিব এ ধরনের সন্ত্রাসী তৎপরতা চালানোর ক্ষেত্রে আরো সাহসী হয়ে উঠেছে।

বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ইসরাইলের অপরাধযজ্ঞ থামানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নিজ দায়িত্ব পালনের জন্য জোসেপ বোরেলের প্রতি আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

ফোনালাপে ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরানের বৈধ অধিকারের কথা স্বীকার করেন জোসেফ বোরেল। এছাড়া, মধ্যপ্রদেশে চলমান ভয়াবহ উত্তেজনার কারণে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু এবং তার পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনীতিক।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`