বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানোর রিট খারিজ
(last modified Sun, 04 Aug 2024 07:43:21 GMT )
আগস্ট ০৪, ২০২৪ ১৩:৪৩ Asia/Dhaka
  • হাইকোর্ট
    হাইকোর্ট

বাংলাদেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চাওয়ার রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে আদালত গুলি চালানোর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ও পুলিশ প্রবিধান যেন মেনে চলা হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছে।

‌আজ (রোববার) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান পান্না, ব্যারিস্টার অনীক আর হক, অ্যাডভোকেট মানজুর আল মতিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী

পরে রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক বলেন, "আদালত আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গুলি (লাইভ রাউন্ড) না চালাতে বলেছেন। তবে সহিংস পরিস্থিতিতে পুলিশের প্রাণহানির আশঙ্কা তৈরি হলে ফৌজদারি কার্যবিধি ও পুলিশ প্রবিধান অনুযায়ী সতর্কতার সঙ্গে গুলি করা যাবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। আর ছয় সমন্বয়ক যেহেতু ইতোমধ্যে মুক্তি পেয়েছেন তাই এ বিষয়ে কোর্ট কোনো আদেশ দেননি।"

এর আগে, ২৯ জুলাই সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এ রিট করেন। তারা হলেন- আইনজীবী মনজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।#

পার্সটুডে/এমএআর/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`

ট্যাগ