আগস্ট ০৫, ২০২৪ ১৮:৩৮ Asia/Dhaka
  • ভারতে পৌঁছে গেলেন হাসিনা, পরবর্তী গন্তব্য এখনও স্পষ্ট নয়

ভারতের রাজধানী দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে পৌঁছেছে শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি।

আজ সোমবার (৫ আগস্ট) একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তার পরবর্তী গন্তব্য কোথায় তা এখনও জানা যায় নি। নানারকম  জল্পনা চলছে।

এ খবরে আরো বলা হয়েছে, ভারতে কিছুক্ষণের জন্য থেকে ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী।গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন-মমতা

মমতা বন্দোপধ্যায়

এদিকে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ (সোমবার) বিধানসভায় থাকাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ভারতে যাওয়ার খবর পাওয়ার পর বিধানসভায় মুখ্যসচিব বিপি গোপালিক ও রাজ্যপুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে আলোচনা করেছেন।

মমতা বন্দোপাধ্যায় কোনো উসকিানি না ছড়িয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিষয়টি কেন্দ্রীয় সরকার উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনও মন্তব্য করবেন না যাতে কোনও হিংসা বা প্রতিরোধ শুরু হতে পারে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন  কিন্তু সেটা নিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলা বা ভারতের শান্তি নষ্ট হয়। #

পার্সটুডে/জিএআর/৫

ট্যাগ