আগস্ট ০৬, ২০২৪ ১৯:১৩ Asia/Dhaka
  • কম্ব্যাট ড্রোন দিয়ে ইসরাইলের সামরিক অবস্থানে হামলা চালালো হিজবুল্লাহ 

ইহুদিবাদী ইসরাইলের উত্তর অংশে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কম্ব্যাট ড্রোন দিয়ে সিরিজ হামলা চালিয়েছে। এতে ১৯৪৮ সালে দখল করা ভূখণ্ডের বিরাট অংশে আগুন ধরে যায়। 

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরাইলের মাউন্ট নিরা সামরিক ঘাঁটিতে গতকাল (সোমবার) সকাল সাতটার দিকে তাদের ড্রোন আঘাত হানে। এই ঘাঁটি বর্তমানে ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর গোলান ডিভিশনের সদর দপ্তর হিসেবে কাজ করছে। 

বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে, ড্রোনগুলো কয়েকটি ভবনে আঘাত হানে যেগুলোতে ইসরাইলি সেনা ও কর্মকর্তারা ছিল এবং সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার জবাবে তারা এই ড্রোন হামলা চালিয়েছে।

এর আগে হিজবুল্লাহ বেশ কয়েক দফা কম্প্যাক্ট ড্রোন ব্যবহার করে ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর বিভিন্ন অবস্থান ও সদর দপ্তরে হামলা চালিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৬

ট্যাগ