মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক মনোনয়ন নিশ্চিত করলেন কামালা হ্যারিস
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন। সোমবার শেষ হওয়া অনলাইন রোল কলে ডেমোক্র্যাটিক পার্টির ৯৯ শতাংশ প্রতিনিধির সমর্থন পান তিনি।
এর মাধ্যমে নভেম্বরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের টিকিটে নেতৃত্ব দেয়া প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নারী হিসেবে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৯ বছর বয়সী কামালা আমেরিকার ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন।
এবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের হয়ে মাঠে নামছেন কামালা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রচারণার মাঝপথেই ক্ষান্ত দেয়ায় কামালা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হওয়ার সুযোগ পান। বাইডেন নিজেই কামালা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট পদের প্রার্থী করার পরামর্শ দেন।
শেষ পর্যন্ত সোমবার রাতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন প্রতিনিধিদের দ্বারা পাঁচ দিনের অনলাইন ভোটিং শেষে আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করা হয়।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।