জলপাইগুড়ি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা ৬০০ বাংলাদেশির, আটকালো বিএসএফ
https://parstoday.ir/bn/news/event-i140368-জলপাইগুড়ি_সীমান্ত_দিয়ে_ভারতে_যাওয়ার_চেষ্টা_৬০০_বাংলাদেশির_আটকালো_বিএসএফ
বাংলাদেশের পঞ্চগড় জেলার পাঁচটি গ্রামের প্রায় ৬০০ মানুষ ভারতে যাওয়ার চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটকে দিয়েছে। কোলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজকাল পত্রিকার অনলাইন সংস্করণে এই খবর প্রকাশিত হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৭, ২০২৪ ১৯:৪৬ Asia/Dhaka
  • জলপাইগুড়ি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা ৬০০ বাংলাদেশির, আটকালো বিএসএফ

বাংলাদেশের পঞ্চগড় জেলার পাঁচটি গ্রামের প্রায় ৬০০ মানুষ ভারতে যাওয়ার চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটকে দিয়েছে। কোলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজকাল পত্রিকার অনলাইন সংস্করণে এই খবর প্রকাশিত হয়েছে।

দৈনিকটি জানিয়েছে, দুষ্কৃতিকারীরা তাদের ঘরবাড়ি ভেঙে দিলে তারা প্রাণ বাঁচাতে ভারতে ঢোকার চেষ্টা করেন। যদিও এদেশে ঢোকার আগেই জিরো পয়েন্টে তাঁদের সকলকেই আটকে দেয় বিএসএফ।

ওই বাংলাদেশিদের অভিযোগ, একের পর এক গ্রামে তাণ্ডব চালিয়ে দুষ্কৃতিকারীরা তাঁদের বাড়িঘর ভেঙে দিয়েছে। নিজের ও পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে সকলে সিদ্ধান্ত নেন ভারতে আসার। সিদ্ধান্ত অনুযায়ী আজ তারা জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু প্রবেশের আগেই সকলকে বিএসএফ আটকে দেয়।

সীমান্তে আটকেপড়া এই বাংলাদেশি নাগরিকের সঙ্গে কথা বলতে ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফ কর্মকর্তারা। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন বলে দৈনিক আজকাল জানিয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭