‘হামাস নেতার হত্যাকাণ্ড জঘন্য অপরাধ, ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন’
(last modified Thu, 08 Aug 2024 07:49:04 GMT )
আগস্ট ০৮, ২০২৪ ১৩:৪৯ Asia/Dhaka
  • ‘হামাস নেতার হত্যাকাণ্ড জঘন্য অপরাধ, ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন’

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, ইরানের রাজধানী তেহরানে এই হত্যাকাণ্ড সংঘটিত করার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরাইল তার অপরাধ ও নৃশংসতা নতুন করে তুলে ধরেছে। 

গতকাল (বুধবার) সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ৫৭ জাতির বিশেষ অধিবেশনের পর এক বিবৃতিতে এসব কথা বলেছে ওআইসি। এতে বলা হয়েছে, অবৈধ দখলদার ইহুদিবাদী ইসরাইল ইসমাইল হানিয়ার ঘৃণ্য হত্যাকাণ্ডের জন্য সম্পূর্ণভাবে দায়ী।

সংস্থার বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, দখলদার ইসরাইলের চলমান অপরাধযজ্ঞের কারণে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে ওআইসি।

একই ধরনের বক্তব্য দিয়েছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি। তিনি বলেন, হানিয়ার হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্বের "সুস্পষ্ট লঙ্ঘন"।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ