‘হানিয়া ও শুকুরের হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে গেছে’
প্রতিরোধ অক্ষের ইসরাইলবিরোধী লড়াই তুঙ্গে রয়েছে: আল-হুথি
-
আব্দুল মালিক আল-হুথি
ইহুদবাদী ইসরাইলি বাহিনী হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার পর ইসরাইল বিরোধী লড়াই এখন তুঙ্গে উঠেছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি।
তিনি বৃহস্পতিবার রাতে এক ভাষণে বলেন, হানিয়া ও শুকুরকে গুপ্তহত্যা করে ইসরাইল যে অপরাধ করেছে তার ফলে গোটা অঞ্চলের পরিস্থিতি বদলে গেছে। ইহুদিবাদী শত্রু মুসলিম উম্মাহর সেইসব নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করেছে যারা ইসলাম ও মুসলিম বিশ্বের শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামের ঝাণ্ডা হাতে তুলে নিয়েছিলেন।
হুথি তার ভাষণে আরো বলেন, হামাসকে দুর্বল করে ফেলার লক্ষ্যে হানিয়াকে হত্যা করা হলেও এ হত্যাকাণ্ডের মাধ্যমে হামাস আরো শক্তিশালী হয়েছে। তিনি বলেন, হানিয়ার শাহাদাতের পর হামাস নেতৃবৃন্দের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হয়েছে এবং তারা সর্বসম্মতভাবে ইয়াহিয়া সিনওয়ারকে তাদের নতুন নেতা নির্বাচিত করেছে।
আব্দুল মালিক আল-হুথি বলেন, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসামের যোদ্ধারা আগের মতোই দৃঢ়তার সঙ্গে ও কার্যকরভাবে ইসরাইল বিরোধী অভিযান পরিচালনা করছেন। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/৯