গাজা যুদ্ধবিরতির সঙ্গে ইরানের প্রতিশোধমূলক হামলার কোনো সম্পর্ক নেই
https://parstoday.ir/bn/news/event-i140438-গাজা_যুদ্ধবিরতির_সঙ্গে_ইরানের_প্রতিশোধমূলক_হামলার_কোনো_সম্পর্ক_নেই
জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সাথে ইসরাইলের সন্ত্রাসবাদ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের প্রতিশোধ নেয়ার কোনো সম্পর্ক নেই।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১০, ২০২৪ ১০:০৬ Asia/Dhaka
  • গাজা যুদ্ধবিরতির সঙ্গে ইরানের প্রতিশোধমূলক হামলার কোনো সম্পর্ক নেই

জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সাথে ইসরাইলের সন্ত্রাসবাদ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের প্রতিশোধ নেয়ার কোনো সম্পর্ক নেই।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ইরানি মিশন একথা বলেছে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর ইরান ইসরাইলের বিরুদ্ধে হামলা চালাবে কিনা- এমন এক প্রশ্নের জবাবে মিশন একথা জানায়। গাজা যুদ্ধ বন্ধের ব্যাপারে আগামী সপ্তাহে যুদ্ধবিরতির আলোচনা শুরুর কথা রয়েছে। 

জবাবে ইরানি মিশন বলেছে, “গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার। যে চুক্তি হামাস মেনে নেবে, সেটা আমরাও মেনে নেব। তবে তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যা করে আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইসরাইল। আমাদের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে এবং গাজা যুদ্ধবিরতির সাথে এর কোনো সম্পর্ক নেই।”

ইরানি মিশন আরো বলেছে, “আমরা আশা করি সময়মতো আমাদের জবাব সম্পন্ন হবে যাতে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টি বাধাগ্রস্ত না হয়।”#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।