গাজার স্কুলে হামলা
ইররাইলি বর্বতার বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দাবাদের ঝড়
অবরুদ্ধ গাজা উপত্যকার আল-দারাজ এলাকার একটি স্কুলে আশ্রয় নেয়া উদ্বাস্তু লোকজনের ওপর গতকাল (শনিবার) সকালে ইহুদবাদী ইসরাইল যে বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে সারা বিশ্ব থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
এই বর্বর অপরাধযজ্ঞের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, “গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের এই গণহত্যা বন্ধ করা প্রয়োজন। ইহুদিবাদী ইসরাইলের মাধ্যমে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের কারণে গাজা উপত্যকা নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।”
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার এ হামলাকে ভয়াবহ গণহত্যা এবং নিরাপত্তাহীন বেসামরিক জনগণের বিরুদ্ধে বর্বর অপরাধ বলে উল্লেখ করেছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের পক্ষ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের আহ্বান জানিয়েছে কাতার।
মিশর এবং জর্দান কঠোর ভাষায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা সব ধরনের মানবিক মূল্যবোধের লঙ্ঘন। নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে লেবানন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, তুরস্ক ও সিরিয়া।
ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর যে প্রচেষ্টা চলছে, এই হামলা তাকে বাধাগ্রস্ত করল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “আমরা মনে করি কোনভাবেই এই হামলা ন্যায্য হতে পারে না।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জোরালো ভাষায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরনের বর্বরতার কোন ঐতিহাসিক নজির নেই।
ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি হামলার নিন্দা জানিয়ে বলেছে, এর মধ্যদিয়ে গাজায় ইসরাইলের বর্বর গণহত্যার বিস্তার ঘটানো হলো।#
পার্সটুডে/এসআইবি/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।