দল গোছান, আপনারা তো নিষিদ্ধ না: আওয়ামী লীগের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা
(last modified Mon, 12 Aug 2024 10:12:58 GMT )
আগস্ট ১২, ২০২৪ ১৬:১২ Asia/Dhaka
  • এম সাখাওয়াত হোসেন
    এম সাখাওয়াত হোসেন

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, "আওয়ামী লীগ দেশের অন্যতম একটি বড় দল। এ দলে অনেক ভালো মানুষ আছে, তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। অথচ তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। আপনারা দল গোছান, আপনারা তো নিষিদ্ধ না।"

আজ (সোমবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আপনাকে কেউ যেতে বলেনি, আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনি আবার ফিরে আসেন, আপনার নাগরিকত্ব তো বাতিল হয়নি। আপনাকে আমরা শ্রদ্ধা করি।"

এদেশের মানুষ সবকিছু এত তাড়াতাড়ি ভুলে না উল্লেখ করে তিনি বলেন, "মানুষকে সময় দেন হয়তো ভুলে যাবে। এত তাড়াতাড়ি ভোলে না, কারণ যাকে ধরছিলেন নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরা হচ্ছে, সেই নেতাকেও বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে। আমরা জানি কে কোথায় আছেন। সুতরাং এই আওয়ামী লীগ অনেক বড় পার্টি। তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। একসময় এ দেশে আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল আওয়ামী লীগ। ১৯৫২ ভাষার আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, স্বাধীনতা এসব ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না। জাতীয় সম্পদ, এটাকে নষ্ট করবেন না। আপনারা আসেন যারা রেগুলার রাজনীতি করতে চান, আসেন। কিন্তু মারামারি করে কোনো লাভ নেই।" 

আর কোনো লোকের মৃত্যু চাই না উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন বলেন, "৪০০ থেকে ৫০০ হয়তো তার চেয়েও বেশি মানুষ মারা গেছে। উভয় পক্ষের আর পুলিশের কি অবস্থা হয়েছে, দেখা যাচ্ছে। আনসারেরও অবস্থা খারাপ হয়েছে। আমরা যদি উসকানি দিতাম তাহলে আপনারা (আ.লীগ) টিকতে পারতেন না, আর্মির ফায়ারে। আমরা বলেছি, ডোন্ট ওপেন ফায়ার। কারণ কাকে মারবেন আপনি? এই পুলিশকে দিয়ে তো আপনি মেরেছেন আপনার সন্তানকে।"

তিনি অনুরোধ করে বলেন, "এসব করবেন না, ব্যক্তিগত স্বার্থের প্ররোচনায় জড়াবেন না। ব্যক্তিস্বার্থে এই দলকে নষ্ট করবেন না। এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর কেউ যদি মনে করেন যে, কাউন্টার রেভ্যুলেশন করে আসবেন, তাহলে হাজার হাজার লোকের রক্ত ঝরাতে হবে। যদি সেই দায়িত্ব নিতে চান, তাহলে নেন। আমার কিছু করণীয় নাই।"

শাহবাগে গণ্ডগোল পাকিয়ে লাভ হবে না মন্তব্য করে তিনি বলেন, শাহবাগে গণ্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না বরং জনগণ আবার ফুঁসে উঠবে। আপনারা (আওয়ামী লীগ) নতুন করে দল গঠন করুন, নতুন মুখ নিয়ে আসুন।

'সংখ্যালঘু' শব্দ ব্যবহার না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "যারা সংখ্যালঘু শব্দ ব্যবহার করছে, তারা না বুঝে এই শব্দ ব্যবহার করছে।"

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, "আমাদের কাজ হলো লোকজনকে সুরক্ষা দেয়া। হিন্দ, মুসলিম কিংবা খ্রিষ্টান যাই হোক না কেন, সবাইকে সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব।"

এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটির বিষয়ে কেবিনেটে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/এমএআর/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ