ইরানি প্রতিশোধের আশঙ্কা
ইসরাইলকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে আমেরিকা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে ইহুদিবাদী ইসরাইলকে বাঁচানোর লক্ষ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে আমেরিকা। ইহুদিবাদী ইসরাইলের বর্বর বাহিনী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করার পর ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে এবং তারপর থেকে ইহুদিবাদী ইসরাইল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন রোববার নিশ্চিত করেছে যে, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিনকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর তিনি ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্টাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেন। এই জাহাজে আমেরিকার সর্বাধুনিক এফ-থার্টি ফাইভ জঙ্গিবিমান রয়েছে। এছাড়া, ওমান উপসাগরে মার্কিন রণতরী ইউএসএস রুজভেল্ট ও তার সাথে সহযোগী বহু সংখ্যক যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।
আমেরিকা বারবার বলে আসছে যে, তারা গাজায় যুদ্ধবিরতি চায় এবং ইসরাইলের বিরুদ্ধে ইরানকে প্রতিশোধমূলক হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে। অথচ ইসরাইলি গণহত্যার পরও মার্কিন সরকার দখলদার ইসরাইলকে সুরক্ষা দেয়ার জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠালো।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।